সৌম্য, শরিফুলে ভর করে সুপার লিগে রূপগঞ্জ
ম্যাচের বাকি আছে মাত্র ৮ বল। জয়ের জন্য শেষ উইকেটে ব্রাদার্সের প্রয়োজন ১৮ রান। সুমন খানের ২৫ বলে ৩৪ রান জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ব্রাদার্স ইউনিয়নকে। ঠিক এই সময়ই বৃষ্টির হানা। এরপর আর শুরু হয়নি ম্যাচ। আর তাতেই বৃষ্টি আইনে ১০ রানের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
৯ ম্যাচে ১১ পয়েন্ট। জিতলেই নিশ্চিত সুপার লিগ। এমন সমীকরণকে সামনে রেখে আজ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্রাদার্সের হারানোর কিছু নেই। আগেই ছিটকে গেছে সুপার লিগ থেকে। এ ম্যাচেও জয় পায়নি দলটি। অন্যদিকে এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল) দশম রাউন্ডের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৬০ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স।
২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্রাদার্স। ৯ রানে হারায় দুই উইকেট। এরপর আইস মোল্লা ও মাহফিজুর ইসলাম করেন ৮৮ রানের জুটি। আইস ৪৭ ও মাহফিজুলের ব্যাট থেকে আসে ৭৬ রান। মাহশুকুর রহমান করেন ৩২ বলে ৪৬ রান। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বৃষ্টির আগে সুমনের ৩৪ রানেও জয় ঠেকানো যায়নি রূপগঞ্জের।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রূপগঞ্জ। ওপেনার তানজিদ হাসান তামিম ৮ ও অধিনায়ক সাইফ করেছেন ১৫ রান। তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেটে ৯৭ রানে জুটি গড়েন সৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয়। সৌম্য ৮০ ও জয়ের ব্যাট থেকে আসে ৫৯ রান। এছাড়া জাকের আলী অনিক করেন ৪৪ রান। আর তাতেই ২৭৭ রান করে রূপগঞ্জ।
এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে সাইফের দল। আর ১০ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের দশে ব্রাদার্স।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৭৭/৯ ( সৌম্য ৮০, মাহমুদুল ৫৯)
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: ২৬০/৯ ( মাহফিজুল ৭৬, আইস ৪৭, শরিফুল ৬/৪০)
ফল: বৃষ্টি আইনে ১০ রানে জয়ী রূপগঞ্জ