সুপার লিগে গাজী গ্রুপ, হেরেছে রূপগঞ্জ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৫৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৫

পারটেক্স স্পোর্টিং ক্লাবের হারানোর কিছু নেই। কারণ সুপার সিক্স থেকে আগেই ছিটকে গিয়েছিল তারা। তবে জিতলেই সুপার সিক্স নিশ্চিত ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের। এমন সমীকরণের ম্যাচে খেলতে নেমে ১৭০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে গাজী গ্রুপ। অন্যদিকে চার ম্যাচ হারের পর রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। যদিও সুপার সিক্সের লড়াই থেকে আগেই ছিটকে গেছে দুই দলই।

গাজী গ্রুপ ক্রিকেটার্স-পারটেক্স স্পোর্টিং ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের দ্বিতীয় দিনে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০২ রানের পুঁজি গড়ে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল হক বিজয় করেছেন দলীয় সর্বোচ্চ ৭৮ রান। এছাড়া শামীম মিয়া ৫৩ ও সাব্বির হোসেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৪ রান।

৩০৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পারটেক্স। উইকেটরক্ষক ব্যাটার আদিল ছাড়া ব্যাট হাতে রান পাননি আর কেউই। আর তাতেই ১৩২ রানেই ৯ উইকেট হারায় দলটি। শেষ ব্যাটার মোহর শেখ মাঠে নামেননি। আর তাতেই ১৭০ রানের বড় ব্যবধানে হারে পারটেক্স।

এই জয়ে দশ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সঙ্গে নিশ্চিত হয়ে গেছে তাদের সুপার লিগে খেলাও।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-ধানমন্ডি স্পোর্টস ক্লাব

বিকেএসপির আরেক ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে নাসির হোসাইনের ৭৭ ও আসাদুল্লাহ আল গালিবের ৬৫ রানে ভর করে ২৮০ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ধানমন্ডি অধিনায়ক নুরুল হাসান সোহানের ৯৭ ও ইয়াসির আলী রাব্বির অপরাজিত ৫৫ রানে ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ধানমন্ডি।  

খেলার দুনিয়া | ফলো করুন :