ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫৬ পিএম | ১০ এপ্রিল, ২০২৫

ক্রিকেট বিশ্বে সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে আইসিসির তিনটি শিরোপা জিতেছে ভারত। নামের পাশে আছে পাঁচটি আইপিএল শিরোপাও। সবগুলোই জিতেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে ২০২২ সাল থেকেই ছেড়েছেন অধিনায়কত্ব। ইতোমধ্যেই পাঁচ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই। এবার মাঝ পথে আবারও চেন্নাইয়ের নেতৃত্ব ফিরে পেতে যাচ্ছেন ধোনি।

চেন্নাই কোচ স্টিফের ফ্লেমেং জানিয়েছেন, এবারের আসরের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড চোটের কারণে আর খেলতে পারবেন না। কনুইয়ের চোটে আইপিএলের পুরো আসর থেকেই ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ধোনি।

গত ৩০ মার্চ রাজস্থানের বিপক্ষে খেলতে নেমে জোফরা আর্চারের বল কনুইয়ে এসে আঘাত করে ঋতুরাজের। সেই চোটই তাকে ছিটকে দিয়েছে আইপিএলের ১৮ তম আসর থেকে। তার জায়গায় নেতৃত্ব সামলাবেন চেন্নাইকে পাঁচবার শিরোপার মুকুট পরানো ধোনি। শুক্রবার কলকাতা নাইডার্সের বিপক্ষে ম্যাচেই অধিনায়ত্ব করবেন ৪৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।

এবারের আসরের শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। পাঁচ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। আছে পয়েন্ট টেবিলের নয়ে। ব্যাট হাতে গত ম্যাচে রান পেলেও দলকে জেতাতে পারেননি ধোনি। ধোনির অধিনায়কত্বে কি ঘুরে দাড়াতে পারবে চেন্নাই নাকি হারের বৃত্তেই ঘুরপাক খাবে- তার উত্তর সময়ই বলে দেবে।

খেলার দুনিয়া | ফলো করুন :