৬৪ বছর বয়সে অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৩৩ পিএম | ১০ এপ্রিল, ২০২৫

ঠিক কত বছর বয়সে একজন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সম্ভব? আপনি কল্পনা করে কত বলবেন? ৪০, ৪৫ কিংবা খুব বেশি হলে ৫০। তবে আপনার কল্পনাকেও হার মানিয়েছেন পর্তুগালের জোয়ানা চাইল্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৪ বছর বয়সে অভিষেক হয়েছে পর্তুগিজ এই ক্রিকেটারের।

গত ৭ এপ্রিল নরওয়ের বিপক্ষে ৬৪ বছর বয়সে খেলতে নেমেছিলেন জোয়ানা। জোয়ানা যখন ৬৪ বছর বয়সে অভিষিক্ত হলেন, সেই একই ম্যাচে ১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে নেমেছেন ইশরিত কাউর চিমার।

তবে এটা অবাক করার বিষয় যে চাইল্ডের আগেও আরও একজনের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর থেকে বেশি বয়সে অভিষেক হয়েছিল। সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক নারী টি–টোয়েন্টিতে অভিষেকের রেকর্ডটা স্যালি বারটনের। ২০২৪ সালের ২১ এপ্রিল এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামার সময় জিব্রাল্টারের এই ক্রিকেটারের বয়স ছিল ৬৬ বছর।

৬৪ বছর বয়সে টি-টোয়েন্টি খেলা চাইল্ড নরওয়ের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচ। প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছেন ২ রান। পরের ম্যাচে বোলিংয়ে ১১ রান দিয়ে উইকেট পাননি। তৃতীয় ম্যাচে অবশ্য ব্যাটিং, বোলিং কিছুই করতে হয়নি। পর্তুগাল সিরিজ জিতেছে ২–১ ব্যবধানে।

খেলার দুনিয়া | ফলো করুন :