পিএসএলকে অবজ্ঞা করায় শাস্তি পেলেন মুম্বাইয়ের ক্রিকেটার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৩৯ এএম | ১১ এপ্রিল, ২০২৫

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব অনেক পুরোনো জিনিস। দুই দেশের ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায় কয়েকগুণ। যা ছড়িয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই দেশের লিগগুলোতেও। যার কারণে এই বছর মুখোমুখি হয়ে দাড়িয়েছে আইপিএল এবং পিএসএল।

প্রথমবারের মত এবারই প্রথম একই সময়ে আয়োজিত হচ্ছে দুই দেশের দুই ফ্র‌্যাঞ্চাইজি লিগ। আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। আর পিএসএলের পর্দা নামছে আজ ( ১১ এপ্রিল) দুই দেশের দুই লিগ একই সময়ে হওয়ার বিপাকে পড়েছেন অনেক ক্রিকেটারই। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। বশের সমস্যাটা অবশ্য অনেক বড়। পিএসএল থেকে ১ বছর নিষিদ্ধ হয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। 

সমস্যাটা অবশ্য নিজেই তৈরি করেছেন বশ। পিএসএলের ড্রাফট থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল তাকে। কিন্তু আইপিএলের আগমুহূর্তে আরেক পেসার চোটে পড়ায় তাকে হঠাৎ আইপিএলে ডেকে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। আর তাতেই মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। চুক্তি ভাঙায় বশকে পিসিবি আইনি নোটিশ পাঠিয়েছিল। এবার নিষিদ্ধ করলো পিএসএল থেকে।

তবে কেবল নিষেধাজ্ঞা নয়, বশকে করা হয়েছে আর্থিক জরিমানাও। যদিও টাকার অঙ্ক এখনও জানায়নি পিসিবি। পিসিবির এক সংবাদ বিবৃতিতে বশ জানিয়েছেন, ‘পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি লজ্জিত। সে কারণে পাকিস্তান, পেশোয়ার জালমিসহ ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, আজ পিএসএলে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :