ওনানার ভুলে জয়বঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেড

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৫০ এএম | ১১ এপ্রিল, ২০২৫

মাঠে নামার আগে তুমুল কথার লড়াইয়ে মেতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানা ও লিওঁর ফুটবলার নেমাঞ্জা মাটিস। মাঠের লড়াইয়েও সমানে সমান দুই দল। তবে ব্যক্তিগত লড়াইয়ে পিছিয়ে পরেছেন ওনানা। তার দুই ভুলে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২–২ গোলে ম্যাচটি ড্র হয়।

রাতটাকে যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন ওনানা। লিওঁর মাঠে প্রথম ভুলটি করেন ম্যাচের ২৫ মিনিটে। আর্জেন্টাইন ফুটবলার থিয়াগো আলমাদার ফ্রি–কিক গোল হওয়ার মত ছিল না। ওনানা যে সেটা সহজেই তালু বন্দি করবেন এটা প্রত্যাশিতই ছিল। তবে পারলেন না। আর তাতেই পিছিয়ে পড়ে ইউনাইটেড।

পিছিয়ে পড়া ম্যাচ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইউনাইটেড। প্রথমার্ধের যোগ করা সময়ে লেনি ইউরো এবং ৮৮ মিনিটে গোল করেন জশুয়া জিরকজি। আর তাতেই জয়ের স্বপ্ন দেখছিল রুবেন আমোরিনের দল। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারও ওনানার ভুল। তার হাত থেকে ফসকে যাওয়া বল জালে জড়ান রায়ান চেরকি। আর এই গোলেই শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে।

তবে জয়ের কথা থাকলেও প্রতিপক্ষের মাঠে হারতে হয়নি ইউনাইটেডকে। ফিরতি লেগে ১৭ এপ্রিল ঘরের মাঠে মুখোমুখি হবে দুই দল।

খেলার দুনিয়া | ফলো করুন :