শ্বশুরের কারণে দলে সুযোগ পাওয়ার অভিযোগ নিয়ে যা বললেন শাদাব

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৪২ এএম | ১১ এপ্রিল, ২০২৫

মাঠে কিংবা মাঠের বাইরে, খারাপ সময় যেন কাটছেই না পাকিস্তান ক্রিকেটে। দল যত বেশি খারাপ করছে, ক্রিকেটাররা পরছেন তত বেশি বিপদে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা। দল নির্বাচনে নিজেদের প্রিয় মানুষদের বাড়তি সুবিধা ‍দেওয়ার কথা পাকিস্তান ক্রিকেটে পুরোনো খবর। এবার নিজের বিরুদ্ধে সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার শাদাব খান।

শাদাদের বিরুদ্ধে বড় একটি অভিযোগ হলো তিনি নাকি তার শ্বশুর পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাকলায়েন মুশতাকের কারণে বিশেষ সুবিধা। সাকলায়েন পাকিস্তানের ক্রিকেটে বর্তমান মেন্টর হিসেবে কাজ করছেন। নিজের শ্বশুরের থেকে পাওয়া সুবিধার অভিযোগ আর চুপ থাকতে পারেন নি শাদাব। সমালোচকদের দিয়েছেন কড়া জবাব।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাদাব বলেন, ‘সাকলায়েন মুশতাকের সঙ্গে সংশ্লিষ্টতা যখন বারবার সামনে টেনে আনা হয়, তখন কষ্ট লাগে। আমার ক্যারিয়ারের বয়স সাত বছর। পাকিস্তানের হয়ে অভিষেকের পর আমি ভালো কিছু পারফরম্যান্সও করেছি। হ্যাঁ, আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখছি। কিন্তু তার মানে এই না, তিনি আমাকে বিশেষ সুবিধা দিচ্ছেন।’

২০২৩ সালের জানুয়ারিতে সাকলায়েনের মেয়ে মালাইকা সাকলায়েনকে বিয়ে করেন শাদাব। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান দলের বাইরে থাকলেও সহ-অধিনায়ক হিসেবে ডাক পান নিউজিল্যান্ড সিরিজে। এই সিরিজে ৫ ম্যাচে ১৪৩ রান দিয়ে নিয়েছেন মাত্র এক উইকেট। ইকোনমি রেট ১১.০০। ৪ ইনিংস ব্যাটিংয়ে নেমে ১৪.৫০ গড়ে করেন ২৮ রান।

খেলার দুনিয়া | ফলো করুন :