পিএসএলে কবে, কখন মাঠে নামবেন নাহিদ-রিশাদ-লিটনরা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:০৮ পিএম | ১১ এপ্রিল, ২০২৫

আজ পর্দা নামছে পাকিস্তান সুপার লিগের দশম আসরের। যেখানে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন কুমার দাস খেলবেন করাচি কিংসে, লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে আর পেসার নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

একমাত্র নাহিদ বাদে বাকি দুজনই পুরো আসর জুড়ে বিসিবির এনওসি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তার দল পেশোয়ারে যোগ দেবেন এই পেসার। ‍উদ্বোধনী দিনেই মাঠে নামবে রিশাদের দল লাহোর। চলুন দেখে কবে কখন, কোথায় মাঠে নামবে তিন টাইগার ক্রিকেটার।

রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের সূচি
১১ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স – রাওয়ালপিন্ডি, রাত ৯:৩০টা
১৩ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স – রাওয়ালপিন্ডি, রাত ৯:০০টা
১৫ এপ্রিল: করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স – করাচি, রাত ৯:০০টা
২২ এপ্রিল: মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স – মুলতান, রাত ৯:০০টা
২৪ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি – লাহোর, রাত ৯:০০টা
২৬ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস – লাহোর, রাত ৯:০০টা
৩০ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড – লাহোর, রাত ৯:০০টা
১ মে: লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স – লাহোর, রাত ৯:০০টা
৪ মে: লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস – লাহোর, রাত ৯:০০টা
৯ মে: পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স – রাওয়ালপিন্ডি, রাত ৯:০০টা

নাহিদ রানার পেশোয়ার জালমির সূচি
১২ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস – রাত ৯:০০টা, রাওয়ালপিন্ডি
১৪ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি – রাত ৯:০০টা, রাওয়ালপিন্ডি
১৯ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস – রাত ৯:০০টা, রাওয়ালপিন্ডি
২১ এপ্রিল: করাচি কিংস বনাম পেশোয়ার জালমি – রাত ৯:০০টা, করাচি
২৪ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি – রাত ৯:০০টা, লাহোর
২৭ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি – রাত ৯:০০টা, লাহোর
২ মে: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড – রাত ৯:০০টা, লাহোর
৫ মে: মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি – রাত ৯:০০টা, মুলতান
৮ মে: পেশোয়ার জালমি বনাম করাচি কিংস – রাত ৯:০০টা, রাওয়ালপিন্ডি
৯ মে: পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স – রাত ৯:০০টা, রাওয়ালপিন্ডি

লিটন দাসের করাচি কিংসের সূচি
১২ এপ্রিল: মুলতান সুলতানস বনাম করাচি কিংস রাত ৯:০০টা, করাচি
১৫ এপ্রিল: করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স – রাত ৯:০০টা, করাচি
১৮ এপ্রিল: করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস – রাত ৯:০০টা, করাচি
২০ এপ্রিল: করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড – রাত ৯:০০টা, করাচি
২১ এপ্রিল: করাচি কিংস বনাম পেশোয়ার জালমি -রাত ৯:০০টা, করাচি
২৫ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস – রাত ৯:০০টা, লাহোর
১ মে: মুলতান সুলতানস বনাম করাচি কিংস বিকেল ৪:৩০টা, মুলতান
৪ মে: লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস – রাত ৯:০০টা, লাহোর
৮ মে: পেশোয়ার জালমি বনাম করাচি কিংস – রাত ৯:০০টা, রাওয়ালপিন্ডি
১০ মে: ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস রাত ৯:০০টা, রাওয়ালপিন্ডি

খেলার দুনিয়া | ফলো করুন :