একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন কোহলি
সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ভারতের এই ব্যাটিংস্তম্ভ মাঠে নামেরই যেন রেকর্ড গড়তে। আন্তর্জাতিক হোক কিংবা আইপিএলে কোহলি ব্যাটিংয়ে নামলেই ক্রিকেটের পরিসংখ্যানে চোখ বুলাতে হয়; কারণ হয়তো কোনো রেকর্ড ভেঙ্গে দেবেন তিনি। গতকাল আইপিএলে খেলতে নেমেও এক রেকর্ড গড়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
আইপিএলে এটি কোহলির ১৮ তম আসর। শুরু থেকেই কেবল একটি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন এই ব্যাটার। গতকাল দিল্লির বিপক্ষে কোহলি ১৪ বলে করেছেন ২২ রান। তার ব্যাট থেকে এসেছে ২ ছক্কা ও ১ চার। সবমিলিয়ে আইপিএলে তার রাউন্ডারি সংখ্যা এখন ১০০১ টি। ৭২১ টি চারের বিপরীতে আছে ২৮০ টি ছক্কা। বিশ্বের যে কোনো টি-টোয়েন্টি লিগে ১০০০ বাউন্ডারি মারা একমাত্র ক্রিকেটার এখন কোহলি।
তালিকায় কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। আইপিএলে ৯২০টি চার-ছক্কা মেরেছেন তিনি। ৮৯৯ টি বাউন্ডারি নিয়ে তিন নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
কোহলির রেকর্ডের দিনে জয় পায়নি বেঙ্গালুরু। আগ ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রান করেছিল কোহলিরা। জবাবে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের অপরাজিত ৯৩ রানে টানা চার জয় তুলে নিয়েছে দিল্লি। আর পাঁচ ম্যাচে এটি বেঙ্গালুরুর দ্বিতীয় হার।