পিএসএলের প্রাইজমানি ঘোষণা করল পিসিবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ। যেখানে ৬ দল ৩৪ ম্যাচে শিরোপা দখলের লড়াইয়ে মাঠে নামবে আজ থেকে। আসর শুরুর আগেই এবার প্রাইজমানি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য সেখানে কেবল চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করা হয়েছে।
পিএসএল প্রাইজমানির ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে,‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার।’ তবে এর বাইরে বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্টসেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি। কিন্তু এই দুই পুরস্কার মিলিয়ে আর্থিক অঙ্কটা দাঁড়াচ্ছে ৮ কোটি টাকার বেশি। যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে অনেক বেশি।
অবশ্য বিশ্বক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাইজমানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। যদিও সেখানের চলতি আসরের প্রাইজমানি এখনও ঘোষণা করা হয়নি। এবারের পিএসএলে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুটি এলিমিনেটর এবং গ্র্যান্ড ফাইনালসহ ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচের মধ্যে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম ও মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে এবারের আসরে পেশোয়ার জালমিকে বাবর আজম, ইসলামাবাদ ইউনাইটেডকে শাদাব খান, মুলতান সুলতান্সকে মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদি লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিচ্ছেন। নতুন অধিনায়ক হিসেবে করাচি কিংস ডেভিড ওয়ার্নার এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স সৌদ শাকিল থাকছেন।