হামজার পথ ধরে আসছেন কানাডার সামিত!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:২৯ পিএম | ১১ এপ্রিল, ২০২৫

হামজা চৌধুরীর আগমন দেশের ফুটবলের নতুন দ্বার খুলে দিয়েছে। তার আগমনে দেশের ফুটবলে যে নবজাগরণ ঘটেছে তা বলাই যায়। দেশের মানুষের কাছ থেকেও পেয়েছেন অকৃত্রিম ভালোবাসা। অভিষেক ম্যাচেও নিজের নামের প্রতি করেছেন সুবিচার। ভারতের মাঠে সে ম্যাচের সেরা পারফর্মারও ছিলেন তিনি।

হামজার পর এবার আরেকজন বড় ফুটবলারকে পাওয়ার অপেক্ষায় আছে বাফুফে। কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোমকে পাওয়ার কথা চলছিল বেশ আগে থেকেই। সামিতও সময় চেয়েছিলেন বাফুফের কাছে। জানিয়েছিলেন এপ্রিলের মাঝামাঝি নিজের সিদ্ধান্ত জানাবেন। এবার সবুজ সংকেত মিলেছে তার থেকেও। জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে তিনিও খেলতে চান। বাফুফের সঙ্গে দ্রুত আলোচনা করতে চেয়েছেন এই ফুটবলার।

সামিতের বিষয়ে জানতে চাইলে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আজ বাংলাদেশ সময় দুপুরের দিকে সামিত আমাকে ম্যাসেজ দিয়েছে সে সিদ্ধান্ত নিয়েছে এবং বিস্তারিত কথা বলতে চায়। এখন কানাডায় মধ্যরাত। বাংলাদেশ সময় রাতে তার সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচেই সামিতকে পাওয়ার আশা করছে বাফুফে। তবে তার জন্য প্রয়োজন কিছু আনুষ্ঠানিকতা। করতে হবে বাংলাদেশের পাসপোর্ট। বাবা মায়ের কাগজপত্র হালনাগাদ করতে হবে। পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করতে হবে। সর্বশেষ অপেক্ষা করতে হবে ফিফার সবুজ সংকেতের জন্য।

খেলার দুনিয়া | ফলো করুন :