৬৪ দেশ নিয়ে বিশ্বকাপের প্রস্তাব দিয়েছে কনমেবল
২০৩০ সালে পূর্ণ হবে ফিফা বিশ্বকাপের শততম বর্ষপূর্তি। যে কারণে ওই বছরের ফিফা বিশ্বকাপকে ভিন্নধর্মী করতে নতুন আইডিয়া আহ্বান করছে ফিফা। যেখানে আগেই ৬৪ দেশ নিয়ে ওই আসর আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন উরুগুয়ের এক প্রতিনিধি। সেই প্রস্তাবে উয়েফা সভাপতি উদ্বেগ জানালেও এবার একই প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল।
৬ মার্চ ফিফা কাউন্সিলের অনলাইন সভায় এ প্রস্তাব সামনে আনেন উরুগুয়ের এক প্রতিনিধি। এর পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। সেবার সে প্রস্তাবের পর উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন অবশ্য তাৎক্ষণিকভাবে প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নেন। তবে এবার সেই প্রস্তাবের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কনমেবল।
কনমেবলের ৮০তম সাধারণ কংগ্রেসে গতকাল নিজের উদ্বোধনী ভাষণে সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ বলেন, ‘আমরা নিশ্চিত যে শতবর্ষ উদ্যাপনটি দারুণ কিছু হতে যাচ্ছে। কারণ, ১০০ বছর শুধু একবারই উদ্যাপন করার সুযোগ পাওয়া যায়। আর এই কারণেই আমরা প্রথমবারের মতো তিনটি মহাদেশে ৬৪ দল নিয়ে শতবার্ষিকী আয়োজনের প্রস্তাব দিচ্ছি।’
এদিকে ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে তিন মহাদেশের ছয় দেশ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক দেশ উরুগুয়ে একটি ম্যাচ আয়োজন করবে। এ ছাড়া অন্যদের মধ্যে আয়োজক দেশ হিসেবে একটি করে ম্যাচ আয়োজন করবে প্যারাগুয়ে ও আর্জেন্টিনাও। আর বাকি ম্যাচগুলো হবে স্পেন, পর্তুগাল ও মরোক্কোয়। আর সেখানে ঠিক কত দল প্রতিদ্বন্দিতা করবে সেটা নিয়ে কনমেবলের প্রস্তাবনার পরে অবশ্যই ৬৪ দেশের বিষয়টা আবারো আলোচনায় আসবে সেটা নিশ্চিতভাবে বলা যায়।