ডিপিএল নিয়ে যে আক্ষেপ শান্তর

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:১৬ পিএম | ১১ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আগামীকাল সুপার লিগের ম্যাচে মুখোমুখি হবে ঘরোয়া ক্রিকেটের দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনার এই ম্যাচে নামার আগে ডিপিএলে নিজের আক্ষেপের কথা জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে আবাহনী-মোহামেডান ম্যাচে এখন আগের মতো উত্তেজনা নেই।

ডিপিএলের ঢাকা ডার্বিতে কাল শনিবার মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে শান্তর আবাহনী। সে বিষয়ে আজ শুক্রবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শান্ত। কিছুটা আক্ষেপের স্বরে,‘আগের মতো উত্তেজনা নাই। ওরকম মাঠে হয়ত আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। আমি যখন শুরু করেছিলাম ২০১৫-১৬ সালের দিকে তখনো কিছু দর্শক মাঠে খেলা দেখতে আসতো। ওই জিনিসটা কমার যে উত্তর এটা আমার কাছে নাই।'

দর্শকদের মাঠে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান,‘ আমার মনে হয় স্টিল আবাহনী মোহামেডান যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট থাকে খেলোয়াড়দের মধ্যে। তেমনি দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে। আর খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। তো আমি আশা করব দর্শকরা আগে যেভাবে আসতেন সেভাবে যেন আসেন।'

এ সময় তিনি আরো বলেন,‘ প্রস্তুতি ম্যাচ আমি বলবো না খেলোয়াড়রা অনেকদিন পর টেস্ট ক্রিকেট খেলবে। অবশ্যই অনুশীলনটা আরো যদি একটা দুইটা দিন বেশি পাওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হতো। পাশাপাশি আমি এটাও বলব আবাহনী মোহামেডান ম্যাচ দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে। এটা অনেক গুরুত্বপূর্ণ তেমনি যারা চান্স পেয়েছে টেস্ট দলে তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে কিভাবে আমি ভালো করা যায়।’

 

খেলার দুনিয়া | ফলো করুন :