বকেয়া ইস্যুতে পিএসজির মুখোমখি এমবাপে
গেল বছরে পিএসজির সঙ্গে মনোমালিন্য করে সম্পর্ক শেষ করেছিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এরপরের গল্প সবার জানা। একই বছরে ফ্রি এজেন্ট হয়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখান তিনি। তবে এসবের মাঝে আবারো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার পুরোনো ক্লাব পিএসজি। দেশীয় এই ক্লাবের কাছ থেকে বকেয়া পাওনা নিয়ে এবার আইনি লড়াইয়ে নেমেছেন এমবাপে।
বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫২১ কোটি টাকা) বেতনের বিষয়ে পিএসজির বিপক্ষে আইনি লড়াইয়ে নামার বিষয়টি নিশ্চিত করেছে এমবাপের আইনজীবীরা। তারা দাবি করেছেন, আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার পিএসজির কয়েকটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। তার আইনজীবী দেলফিন ফাহাইডেন জানান,‘আমরা সুরক্ষাস্বরূপ আজ (বৃহস্পতিবার) সকালে পিএসজির ব্যাংক হিসাব, সংখ্যার হিসেবে ৫ কোটি ৫০ লাখ ইউরো অবরুদ্ধ করেছি।’
এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) মতে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফরাসি কর্তৃপক্ষ এবং এটা নিশ্চিত যে, সত্যিই বকেয়া আছে।এরপর ক্লাবের যথা সময়ে সেই বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় ফিনান্সিয়াল ফেয়ার প্লে (আইন) ভাঙার ঝুঁকিতে পড়বে ক্লাবটি।’
এ বিষয়ে পিএসজির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের অক্টোবরে ক্লাবটি জানিয়েছিল, তারা এই মামলা ‘উপযুক্ত আদালতে’ নিতে বাধ্য হবে এবং একই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা চলবে। উল্লেখ্য ৭ বছর আগে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে এবং ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।