তৃণমূল পর্যায়ে ফুটবল আয়োজনের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৫৬ পিএম | ১১ এপ্রিল, ২০২৫

দেশের ফুটবলকে ঢেলে সাজাতে জেলায় জেলায় ফুটবল আয়োজনের কথা জানালেন অর্ন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের অন্যতম জনপ্রিয় এই খেলা জেলা পর্যায়ে নিয়মিত না হওয়ার কারণে তৃণমূল থেকে কোনো খেলোয়াড় উঠে আসে না। যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সঙ্গে নিয়ে ফুটবলকে নতুন করে ঢেলে সাজাতে চান তিনি।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্রীড়া লেখকি সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের ফুটবলকে ঢেলে সাজানোর এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান,‘জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনকেও আমরা গুরুত্ব দিচ্ছি। বাফুফেকে জেলা পর্যায়ের ফুটবলের ব্যাপারে ডিজাইনিং করতে বলেছি। তারা সেই ডিজাইন করলে আমরা ২-৩ মাসের মধ্যে জেলা ফুটবল শুরু করব।’

তিনি আরো জানান, অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রীড়াক্ষেত্রের পুনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের বাজেটের যে স্বল্পতা আছে, আমরা সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার।’

২০০৮ সালে জেলা ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করে বাফুফে। দেশের সরকারের প্রভাবমুক্ত থেকে ফুটবল পরিচালনা করার লক্ষ্যে আলাদা সংস্থা করলেও স্থানীয় পর্যায়ে ফুটবল দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। পাশাপাশি স্থানীয় সংগঠকেরা নানা সীমাবদ্ধতায় অনেক জেলায় ফুটবল পরিচালনা করতে পারেন না। আবার বাফুফের পক্ষেও পৃষ্ঠপোষকতা বা সহায়তা দিয়ে সেই খেলা চালানো সম্ভবপর হয় না।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :