মাঠের বাইরেও ‘ত্রাতা’ শামি

মাঠের বাইরেও ‘ত্রাতা’ শামি

বিশ্বকাপ শেষে এখন অখণ্ড অবসর মোহাম্মদ শামির। ছুটি কাটাচ্ছেন নৈনিতালে। বিশ্বকাপে বহুবার পরিস্থিতি ভারতের অনুকূলে এনে দিয়ে ত্রাতা বনেছেন। এবার ছুটি কাটাতে গিয়ে মাঠের বাইরেও বনে গেলেন ত্রাতা। রাস্তার পাশে উলটে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করে আবারও সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।

উত্তরাখণ্ডের নৈনিতালের এখন ছুটি কাটাচ্ছেন শামি। গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সম্প্রতি। তবে রাস্তায় তার চোখে পড়ে, রাস্তার পাশে একটি গাড়ি উল্টে গিয়েছে। 

নিজে গাড়ি থামিয়ে এগিয়ে যান, ওই চালককে উদ্ধার করতে। সফলও হন। এরপর নিজের সোশ্যাল মিডিয়ার পেজে বিষয়টি জানান তিনি। লেখেন, ‘ওই চালক ভাগ্যবান। তাঁকে উদ্ধার করা গিয়েছে। অক্ষত রয়েছেন। চোট খুব গুরুতর নয়।’

শামির এই প্রয়াসকে কুর্নিশ করেছে তার ভক্তরা। প্রশংসা করে অনেকে লিখেছেন, মাঠে যেমন তিনি রোহিতকে বাঁচিয়েছেন, তেমনি মাঠের বাইরে সাধারণ মানুষের ত্রাতা এখন মহম্মদ শামি।

সম্পর্কিত খবর