নাইট উপাধি পাচ্ছেন জিমি আন্ডারসন
ইংল্যান্ডের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাইট উপাধি পেতে যাচ্ছেন দেশটির ক্রিকেটার জিমি আন্ডারসন। ১২ বছর ধরে দলকে সার্ভিস দেওয়ার পর গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন আন্ডারসন। তবে ঘরোয়া লিগে এখনও নিয়মিত তিনি, খেলেন ল্যাঙ্কারশায়ারের হয়ে। অবশ্য বয়সের কোটা ৪০ পেরোলেও এখনও নজরকাড়া ইনিংস খেলে যান ৪২ বছর বয়সী এ টেস্ট ক্রিকেটার।
ইংল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রীরা তাদের ক্ষমতা ছাড়ার আগে বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যেটা রাজা অনুমোদন করেন। সেখানে গেল বছরের নভেম্বরে পদত্যাগ করা ঋষি সুনাকের তালিকায় আছেন অ্যান্ডারসন।ঋষি সুনাকের ‘রেজিগনেশন অনার্স লিস্ট’-এ একমাত্র খেলোয়াড় হিসেবে অ্যান্ডারসনের নাম আছে। ক্রিকেটারদের মধ্যে এর আগে নাইটহুড উপাধি পেয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, জিওফ বয়কট, ইয়ান বোথামসহ অনেকেই।
ইংল্যান্ডের না হয়েও অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসরাও ভূষিত হয়েছিলেন নাইটে। এই উপাধি পাওয়ার ব্যক্তির নামের আগে ‘স্যার’ যুক্ত হয়। ২০০২ সালের ডিসেম্বরে অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট পা রাখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে। তবে ইংল্যান্ড তাকে সবচেয়ে বেশি মনে রাখবে টেস্টের জন্য।
২০২৪ সালের জুলাইয়ে অবসর নেওয়ার আগে ১৮৮টি টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলেন অ্যান্ডারসন। এর মধ্যে টেস্টে নিয়েছেন ৭০৪ উইকেট, যা টেস্টে কোনো পেসারের সর্বোচ্চ। ক্যারিয়ারের শেষ ম্যাচের সময় তার অসাধারণ অবদানের জন্য বিদায়ী সংবর্ধনাও দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।