সামিতের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কথা বলেছে বাফুফে
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরি পথটা উন্মুক্ত করে দিতেই এক এক করে বাফুফের ফোকাস পয়েন্টের নিচে আসছেন প্রবাসী খেলোয়াড়রা। যেখানে এবার আলোচনায় আছেন কানাডিয়ান হাইপ্রোফাইল ফুটবলার সামিত সোম। বাংলাদেশের হয়ে খেলতে চান বলে আগ্রহ প্রকাশের পর তার সঙ্গে দেশে আসার ব্যাপারে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে তার ডকুমেন্টস সংক্রান্ত বিষয়ে কথা বলেছে দেশের ফুটবলের সর্বোচ্চ এ সংস্থাটি।
বাংলাদেশের হয়ে খেলার জন্য ডকুমেন্টস নিয়ে সামিতের সঙ্গে কথা হওয়ার বিষয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান,‘ তার জন্ম নিবন্ধন, কানাডার পাসপোর্ট, বাবা মায়ের কানাডিয়ান ও বাংলাদেশি পাসপোর্ট নতুন-পুরনো যেটাই হোক, নানা-নানি,দাদা-দাদির নাম ও বাবা-মায়ের জন্মস্থান এই তথ্যগুলো দেওয়ার অনুরোধ করা হয়েছে। সে শনি-রোববারের মধ্যে দিতে চেয়েছে। আমি কালকের (আজকের) মধ্যে দেওয়ার অনুরোধ করেছি যেন রোববার থেকেই যেন আমরা এ নিয়ে কাজ শুরু করতে পারি।’
বাংলাদেশের হয়ে খেলতে হলে আগে সামিতকে পাসপোর্ট বানাতে হবে। হামজার বেলায় পাসপোর্ট বানানোর ক্ষেত্রে বাফুফে সহায়তা করেছিল যেন অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবারও পাসপোর্টের বিষয়টি বাফুফে দেখবে। এরপর কানাডার কাছ থেকে অনাপত্তিপত্র পেলেই লাল-সবুজ জার্সিতে খেলতে পারবেন তিনি।
এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের সঙ্গে ঘরের মাঠে লড়বে বাংলাদেশ। জুনের ১০ তারিখ হতে যাওয়া ম্যাচটির আগে সামিতকে দেশের হয়ে খেলানোর যাবতীয় প্রক্রিয়া শেষ করতে চায় তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফে।এ সম্পর্কে বাফুফে সহ-সভাপতি বলেন,‘ প্রক্রিয়ার ধরণ সম্পর্কে সামিতও অবগত। আমরা ১০ জুনকে লক্ষ্য রেখেই কাজ করছি, দেখা যাক। ’