এবছরই মায়ামিতে চুক্তি শেষ; এরপর কোথায় যাবেন মেসি?
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ২০২৩ এর জুলাইয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। মায়ামির জার্সিতে ২১ জুলাই নিজের প্রথম ম্যাচটা খেলেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা এই বছরের ৩১ ডিসেম্বর। গুঞ্জন উঠেছিল মেসির পরবর্তী ক্লাব কোথায় হবে তা নিয়ে। তবে এবারই মায়ামি ছেড়ে যাচ্ছেন না তিনি। কমপক্ষে সামনের সিজন যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে থেকে যেতে চান ৩৭ বছর বয়সী মেসি।
মায়ামিতে মেসির থেকে যাওয়ার কথাটি নিশ্চিত করেছেন ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টাইন। তার মতে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়নের সবকিছু গুছিয়ে এনেছে ইন্টার মায়ামি। মৌখিকভাবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন শুধু কাগজপত্রে সই করা বাকি।
মেসির আগমনে নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে এমএলএস। তার অন্তর্ভুক্তি কেবল মায়ামিকেই নয়, বরং সমৃদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের গোটা ক্রীড়া সংস্কৃতিকে। যার সুফল অনুভব করতে পারছেন ক্লাবটির অন্যতম মালিক ও ব্যবস্থাপনা প্রধান জর্জ মাস। তিনি বলেন, ‘মেসির কারণে এখন অনেক ক্লাব আমাদের ঈর্ষা করে।’
মায়ামিতে মেসির থেকে যাওয়া অবশ্যই ক্লাবটির জন্য আশীর্বাদস্বরূপ। এখনো পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৭ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। করেছেন ৪০ গোল। নামের পাশে আছে ২০ টি অ্যাসিস্ট। এর মধ্যে এমএলএসে ২৯ ম্যাচে ২৪ গোলের পাশাপাশি করেছেন ১৪ অ্যাসিস্ট। ক্লাবটির ইতিহাসে প্রথম ট্রফিও এসেছে মেসির হাত ধরে।