আবাহনী-মোহামেডানের ম্যাচের দিনে মিরপুরে তামিম
মাঠে গড়াচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঐতিহাসিক ম্যাচ। আসরের প্রথম থেকে মোহামেডানকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবালের আজ থাকার কথা ছিল মাঠেই। তবে অসুস্থতা হতে দেয়নি তা। তামিম ব্যাট হাতে মাঠে না ফিরতে পারলেও এদিন এসেছেন দর্শক হিসেবে। ধারণা করা হচ্ছে আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতেই এসেছেন তিনি।
ৎগত ২৪ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নিয়েছিলেন। তবে এরপরই অসুস্থ হয়ে পড়েন। তাকে নিকটস্থ কেপিজি হাসপাতালে নেওয়া হলে হার্টে ব্লক ধরা পড়ে। সেখানে তার হার্টে রিং বসানো হয়।
কেপিজি থেকে পরের দিন সন্ধ্যায় তাকে নেওয়া হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে পর্যবেক্ষণ শেষে ২৮ মার্চ তাকে নেওয়া হয় বাসায়। এরপর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন সিঙ্গাপুর।
তামিম এদিন মিরপুরে আসলেও গণমাধ্যমের মুখোমুখি হন নি। তার চাচা ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’
আকরামের কথা বলার কিছুক্ষণ পরেই মিরপুর স্টেডিয়ামে ঢোকেন তামিম। এরপর যান বিসিবি ভবনে।