ইংরেজি বলতে না পারায় লজ্জিত নন রিজওয়ান
ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে। সেটা হলো উপমহাদেশীয় ক্রিকেটারেদের কাছে ক্রিকেট মাঠে লড়াই করার চেয়ে ইংরেজি বলা কঠিন। সেটা হোক আইপিএলে খেলা বাংলাদেশি মুস্তাফিজ কিংবা পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। গণমাধ্যমে ইংরেজিতে কথা বলতে না পেরে অনেকে আবার ট্রলেরও স্বীকার হন। তবে এবার সেই বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান।
পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচে আগে গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন রিজওয়ান। সেখানে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন.‘ আমি কিছু মনে করি না। বরং আমি গর্বিত, যা বলি সেটা মন থেকে বলি (উর্দুতে)। আমি দুঃখিত, আমার পড়াশোনা শেষ করতে পারিনি, এ জন্যই ইংরেজি জানি না। কিন্তু আমি ১ শতাংশও লজ্জিত নই,এই জন্য যে পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজিতে কথা বলতে পারি না।’
কথার চেয়ে মাঠের লড়াইয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা জানিয়ে উইকেট রক্ষক এই ব্যাটার জানান,‘পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি ভাষা নয়। যদি তারা ইংরেজি চাইত, তাহলে আমি ফিরে গিয়ে প্রফেসর হতাম। কিন্তু পাকিস্তানের চাহিদা ক্রিকেট, ইংরেজি নয়।’
সম্প্রতি খেই হারিয়েছে পাকিস্তান ক্রিকেট। যে কারণে প্রায়শই তাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেন ক্রিকেট ভক্তরা। এমনকি পাকিস্তানের সাবেক কিংবদন্তীরাও বাদ যান না সেখানে। সে বিষয়ে রিজওয়ান জানান,‘ সমালোচনা করাই যায়, তবে আমাদের গাইডও করুন, কীভাবে ভালো করতে পারি। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিম আকরাম কিছু উপদেশ দিয়েছিলেন। আমি আরও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি।’