আবাহনীর জয়রথ থামিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:২৪ পিএম | ১২ এপ্রিল, ২০২৫

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু। এরপর টানা ৯ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল আবাহনী লিমিটেড। তবে তাদের জয়ের রথ থামিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩৯ রানে হেরেছে আবাহনী। তবে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলের) ১১ তম রাউন্ডে আজ শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ২৬৪ রানে অলআউট হয় মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রচেষ্টায় জয়ের স্বপ্ন দেখলেও হার এড়াতে পারেনি আবাহনী। মোহামেডানের কাছে ৩৯ রানে হেরেছে শান্তর দল।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় আবাহনী। ওপেনার জিশান আলম ৩ ও আরেক ওপেনার পারভেজ হোসেন ইসলাম ফিরে যান ১৬ রান করে। এরপর শান্ত নেমে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন। তবে আর কেউ তার সঙ্গ দিতে পারেননি। মমিনুল হক ২৫ ও মোহাম্মদ মিঠুন করেছেন ১৯ রান। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে আসে ২৪ রান। শান্ত ব্যক্তিগত ৮০ রানে ফিরে গেলে জয়ের স্বপ্ন শেষ হয় আবাহনীর। শেষে মৃত্যুঞ্জয় চৌধুরির ২৪ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাট করতে নেমে মোহামেডানের ওপেনার রনি তালুকদার মাত্র ১৬ রান করেই ফেরেন প্যাভিলিয়নে। এরপর দলের হাল ধরেন আনিসুল ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটে মোহামেডান। তাদের ১২৩ রানের জুটি ভেঙে যায় অঙ্কনের ৪৮ রানে বিদায়ের পর।

তবে এরপর আর ব্যাট হাতে আনিসুলকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। অভিজ্ঞ মুশফিকুর রহিম ২০ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১৭ রান। অধিনায়ক তাওহিদ হৃদয় ৩ ও মেহেদি হাসান মিরাজ করেন ১৮ রান। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে থাকা আনিসুল ১০৪ বলে তুলে নেন সেঞ্চুরি। দলীয় ২৩১ রানে ব্যক্তিগত ১১৪ রানে বিদায় নেন এই ব্যাটার। তিনশ ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় মোহামেডানকে থামতে হয় মাত্র ২৬৪ রানে।

হারলেও ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে উঠে এসেছে আবাহনী। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৮.২ ওভারে ২৬৪/১০ (আনিসুল ১১৪, অঙ্কন ৪৮, নাহিদ রানা ৩/৪৯)
আবাহনী লিমিটেড: ৪৭.২ ওভারে ২২৫/১০( শান্ত ৮০, ইবাদত হোসেন ৪/৩৬)
ফল: ৩৯ রানে জয়ী মোহামেডান
ম্যাচসেরা: আনিসুল ইসলাম

 

খেলার দুনিয়া | ফলো করুন :