শাইনপুকুরের টানা দশ হারের দিনে সুপার লিগে গুলশান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৩১ পিএম | ১২ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডে আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শেষ সুযোগ ছিল আজ সুপার লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখার। তার জন্য হারাতে হতো গুলশান ক্রিকেট ক্লাবকে। তবে গুলশান বাধা টপকাতে পারেনি প্রাইম ব্যাংক। হেরেছে ৫ উইকেটে। অপর ম্যাচে শাইনপুকুরকে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এবারের আসরে শাইনপুকুরের এটি টানা ১০ হার।

প্রাইম ব্যাংক- গুলশান ক্রিকেট ক্লাব
বিকেএসপিতে ডিপিএলের ১১তম রাউন্ডের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালোই করেছিল প্রাইম ব্যাংক। দুই ওপেনার সাব্বির হোসেন ও নাইম শেখ মিলে গড়েছিলেন ৩৮ রানের জুটি। তবে এরপরই হয় ছন্দপতন। ৬৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। এরপর দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন অধিনায়ক ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হক। ইরফান ৪৩ ও সাজ্জাদের ব্যাট থেকে আসে অপরাজিত ৫১ রান। এই দুজন ছাড়া আর কেউই ব্যাট হাতে রানের দেখা পাননি। আর তাতেই ২০৩ রানে প্রাইম ব্যাংক।

জবাবে ব্যাট করতে নেমে শুরুর উইকেটেই ৭১ রানের জুটি গড়ে গুলশান। জাওয়াদ আবরার ৩৩ রান করে ফিরে গেলেও আরেক ওপেনার আজিজুল হাকিম তামিম তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুলশান।

সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ২০৩/১০ ( সাজ্জাদ ৫১, ইরফান ৪৩)
গুলশান ক্রিকেট ক্লাব: ২০৪/৫( আজিজুল হাকিম তামিম ১০৫)
ফল: ৫ উইকেটে জয়ী গুলশান
ম্যাচসেরা: আজিজুল হাকিম তামিম

রূপগঞ্জ টাইগার্স-শাইনপুকুর

বিকেএসপির অপর ম্যাচে শাইনপুকুরকে ২৮ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫০ রান করে রূপগঞ্জ। আব্দুল মজিদ করেন অপরাজিত ১০২ রান। মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ৫৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে শাইনপুকুর। ওপেনিং জুটিতে গড়ে ৫৭ রানে জুটি। তবে এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মঈনুল ইসলাম তন্ময় খেলেছেন ২৭ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। রহিম আহমেদ করেছেন ৫৩ রান। এছাড়া শাহরিয়ার শাকিবের ব্যাট থেকে এসেছে ৫০ রান। তবে শেষ রক্ষা হয়নি। শাইনপুকুর গুটিয়ে গেছ মাত্র ২২২ রানেই।

সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ২৫০/৬ ( আব্দুল মজিদ ১০২, মাহমুদুল হাসান ৫৬)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ২২২/১০ ( রহিম আহমেদ ৫৩, তন্ময় ৫০)
ফল: ২৮ রানে জয়ী রূপগঞ্জ
ম্যাচসেরা: আব্দুল মজিদ

খেলার দুনিয়া | ফলো করুন :