পিছিয়ে গেল বিসিএলের এবারের আসর
নানা আলোচনা-সমালোচনা সঙ্গে নিয়ে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ডিপিএলের পরেই এপ্রিল-মে মাসে আয়োজিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) তবে ভেন্যু স্বল্পতায় পিছিয়ে যাচ্ছে এই টুর্নামেন্ট। নতুন সূচি অনুযায়ী, এপ্রিল-মে এর পরিবর্তে আগামী ১৫ জুন শুরু হবে এবারের আসর। এছাড়া গোলাপি বলে ম্যাচ হওয়ার যে সম্ভাবনা ছিল তাও নেই এখন আর।
আজ ১২ এপ্রিল (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিসিএল পেছানো নিয়ে আকরাম বলেন, ‘গত মাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েকটি দল আসছে- 'এ' দল, ইমার্জিং দল। তাই ভেন্যু পাচ্ছি না বিধায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখে শেষ হবে। আমরা জানি আবহাওয়ার একটু সমস্যা হবে। কিন্তু আমাদের করার কিছু নেই। মে মাসের পরিবর্তে এটা শুরু হবে ১৫ জুন থেকে।’
বিসিএল পেছানোর কারণ সম্পর্কে জানতে চাইলে আকরাম বলেন, ‘দুই-তিনটা সিরিজ ঘরের মাঠে হওয়ায় মাঠগুলো পাচ্ছি না এবং ক্রিকেটারদেরও পাব না। কারণ বিসিএলে আমরা ৮টা বিভাগ থেকে নিয়ে ৪টা দল বানাই। সেই জায়গায় আমরা পারছি না বিধায় জুনে নিয়ে গেছি। ক্রিকেটারদের জন্য একটু কষ্ট হবে। কিন্তু আর কিছু করার নেই।’
গুঞ্জন ছিল বিসিএলের এবারের আসরে গোলাপি বলে খেলা হবে। তবে সে সম্ভাবনাকে আজ উড়িয়ে দিয়েছেন আকরাম। তিনি বলেন, ‘গোলাপি বলের কথা আমরা একবার চিন্তা করেছিলাম। তবে এটা এখন কঠিন। অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ এখন গোলাপি বলে খেলছে না। এছাড়া এই মুহূর্তে এখন অন্য সমস্যা আছে দেখে আমরা এমনিতে যেভাবে ৪ দিনের ম্যাচ হয়, সেভাবেই খেলা হবে।’