খেলোয়াড়দের চোট এশিয়া কাপে ভুগিয়েছে দলকে : মিরাজ

খেলোয়াড়দের চোট এশিয়া কাপে ভুগিয়েছে দলকে : মিরাজ

এশিয়া কাপের ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের লক্ষ্য ‘সব ম্যাচ জেতা’র লক্ষ্যটাও পূরণ হয়নি।

তবে শেষ ম্যাচে ভারত, আর গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়েছে দল। শেষ ম্যাচে যে দল নিয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, তাতে নিয়মিত মুখদের অনেকেই তো ছিলেন না! তাদের বেশিরভাগই চোটে, কেউ বা আবার পারিবারিক কারণে ছিটকে গিয়েছেন সময়ে সময়ে। বিষয়টা দিনশেষে দলকে ভুগিয়েছে, গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

তামিম ইকবাল অনেক আগেই ছিটকে গিয়েছেন, এবাদত হোসেনও সে পথ ধরেছেন এশিয়া কাপ শুরুর আগে। এরপর নাজমুল হোসেন শান্তও ও পথ মাড়িয়েছেন। শেষে এসে মুশফিকুর রহিমও। দিন যত গড়িয়েছে, বাংলাদেশ শক্তি ততই খুইয়েছে। বিশ্বকাপে এমন কিছু চান না মিরাজ। জানালেন, পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশ যেতে চায় বিশ্বকাপের দেশ ভারতে।

মিরাজের কথা, ‘তামিম ভাই দলের সঙ্গে ছিল না। শান্ত খেলার ভেতর ইনজুরি হয়ে গেছে। ও কিন্তু খুব ভালো শুরু করেছিল, দুটা ম্যাচেই অনেক বড় রান করেছে। লিটন দার ইনজুরি ছিল। মুশফিক ভাই খেলার মধ্যে পরিবারের জন্য সমস্যা হয়ে গিয়েছিল। কিন্তু আমি ওভার অল মনে করি সবাই বিশ্বকাপে যেতে চাই ফিট হয়ে। সবাই মানসিকভাবে শক্তিশালী হয়ে যেতে চাই।’

এমন সব চোট না থাকলে এশিয়া কাপটা অন্যরকমও হতে পারত, বিশ্বাস মিরাজের। তার কথা, ‘ওভারঅল আমি মনে করি এশিয়া কাপে খেলোয়াড়দের ইনজুরি খুব ভুগিয়েছে। আমরা যদি সবাই ফিট থাকতাম খুব ভালো একটা টুর্নামেন্ট হতো। যেহেতু কয়েকজনের ইনজুরি হয়ে গেছে, এখন বিশ্বকাপের আগে খুব দ্রুত রিকোভারের চেষ্টা করবো।’

সম্পর্কিত খবর