এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
আবাহনী লিমিটেড ও মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। যদিও সে উত্তাপ খানিকটা কমে গিয়েছিল শেষ ৯ বছরে। ২০১৬ সালের পর থেকে ১১ ম্যাচে আবাহনীর বিপক্ষে একটিও জিততে পারেনি মোহামেডান। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। ঢাকা ডার্বিতে আজ আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান। তবে দল জিতলেও এদিন শাস্তি পেয়েছেন মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আবাহনী লিমিটেডের ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অধিনায়ক হৃদয় ও বোলার ইবাদত হোসেন চৌধুরি। এ ঘটনায় টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘন করায় ইবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা ও এর সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া তাওহিদ হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। দুজনের শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল।
ম্যাচে আবাহনী তখন অষ্টম ওভারে ব্যাটিং করছে। ইবাদতের প্রথম বল আঘাত হানে মোহম্মদ মিঠুনের পায়ে। লেগ বিফোরের আবেদনে কোনো সাড়া দেননি আম্পায়ার তানভির আহমেদ। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তীব্র রাগে ফেটে পড়েন ইবাদত। নিজের হাতে সোয়েট ব্যান্ড খুলে প্রবল আক্রোশে ছুড়ে মারেন মাটিতে। এরপরই আবার রেগে উঠতে দেখা যায় হৃদয়কে। এসময় আঙুল উঁচিয়ে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে কিছু একটা বলতে থাকেন তিনি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ইবাদতের ওই বলে ‘ইমপ্যাক্ট’ অফ স্টাম্পের বাইরে ছিল।
যদিও মোহামেডানের আবেদনের প্রেক্ষিতে জরিমানার বিষয়টি মওকুফ করেছে কর্তৃপক্ষ। তবে বহাল রাখা হয়েছে নিষেধাজ্ঞা। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সুপার লিগের প্রথম ম্যাচ খেলতে পারবেন না হৃদয়।