কাল থেকে শুরু বাংলাদেশ দলের ক্যাম্প

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৪২ পিএম | ১২ এপ্রিল, ২০২৫

চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে জাতীয় দলের ক্রিকেটারদের ফিরে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এ মাসেই দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজকে সামনে রেখে আগামীকাল রোববার থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আজ প্রথম ধাপে কোচিং স্টাফদের সদস্যরা যাবেন সিলেটে। তাদের সঙ্গে থাকবেন ডিপিঐল আজ ম্যাচ খেলা ক্রিকেটাররা। আর দ্বিতীয় ধাপে বাকি ক্রিকেটাররা যোগ দেবেন কাল।

এর আগে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। ডিপিএলে আজ ১২ এপ্রিল ম্যাচ খেলেই রওনা হয়েছেন ক্রিকেটাররা।

দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :