প্রতিশোধ নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল বার্সা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৩৮ এএম | ১৩ এপ্রিল, ২০২৫

মৌসুম জুড়ে অপ্রতিরোধ্য বার্সেলোনা। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে যতটা ভয়ংকর তারা, সহজ প্রতিপক্ষের বিপক্ষে যেন নিজেদের হারিয়ে খোঁজে তারা। ৩ দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। তবে লা-লিগার পয়েন্ট টেবিলের ১৯ তম দল লেগানেসেরে বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টের জয় পেয়েছে বার্সা।

এক গোলের ব্যবধানে জিতলেও এই জয় বেশ স্বস্তি দেবে বার্সেলোনাকে। কারণে গত ডিসেম্বরে ঘরের মাঠেই এই লেগানেসের বিপক্ষেই হেরে বসেছিল তারা। তবে এবার প্রতিপক্ষের মাঠে প্রতিশোধ নিয়ে লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্টে এগিয়ে গেল রাফিনিয়ারা।

গতকাল লেগানেসের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। বল দখল থেকে শুরু করে, ম্যাচের নিয়ন্ত্রণ, সবকিছুতেই এগিয়ে ছিল তারা। তবে ফিনিশিং ব্যর্থতায় জালে বল জড়াতে পারছিল না। গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনার অপেক্ষার অবসান ঘটে। লেগানেস ডিফেন্ডার জর্জ সায়েঞ্জের করা আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। এই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারিত করে দিয়েছে। তবে শেষ মিনিটে সমতায় ফেরায় সুযোগ পেয়েছিল লেগানেস। সে যাত্রায় বার্সেলোনাকে বাঁচিয়ে দেন ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। আর তাতেই সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালানরা টানা ২৪ ম্যাচে অপরাজেয় থাকার যাত্রা অব্যাহত রাখল।

এই জয়ে ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। বার্সার সঙ্গে ব্যবধান কমাতে আজ আলাভেসের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

 

খেলার দুনিয়া | ফলো করুন :