অভিষেকের ঝড়ের দিনে যত রেকর্ড
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে পাঞ্জাব কিংসের সংগ্রহ ২৪৫ রান। এত বড় লক্ষ্যে কেউ হয়তো প্রতিপক্ষ দলের জয়ের কথা ভাববেন না। তবে দলটি যখন সানরাইজার্স হায়দরাবাদ তখন কোনো কিছুই অসম্ভব না। আসরে রান না পাওয়া অভিষেক শর্মার ব্যাটে এদিন রীতিমতো ঝড় শুরু হলো। তাতেই ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তারা।
২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিতলে হলে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে হতো। হয়েছেও তাই। কেবল এই রেকর্ড নয় এদিন হয়েছে আরও বেশ কয়েকটি রেকর্ড। চলুন দেখে নেওয়া যাক পাঞ্জাব-হায়দরাবাদ ম্যাচের কয়েকটি রেকর্ড-
১.আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে অভিষেক শর্মার ১৪১ রানের ইনিংসই সর্বোচ্চ স্কোর। দেশি-বিদেশি মিলিয়ে টুর্নামেন্টে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
২.আইপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হয়েছে এই ম্যাচে। সব টুর্নামেন্ট মিলিয়ে চতুর্থ। আইপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড পাঞ্জাব কিংসের। ২০২৪ সালে কলকাতার বিপক্ষে ২৬২ রান তাড়া করেছিল পাঞ্জাব।
৩.গতকাল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ১০ ছক্কার রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। হায়দরাবাদের হয়ে এক ইনিংসে ৮টি করে ছক্কা মেরেছেন ৬ জন।
ন।
৪. এদিন সেঞ্চুরি করতে অভিষেক বল খেলেছেন ৪০ টি। আইপিএলে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে এটি তৃতীয় দ্রুততম।
৫.গতকাল মোহাম্মদ শামি ৪ ওভারে রান দিয়েছেন ৭৫। খরুচে স্পেলের তালিকায় এটি দ্বিতীয়। আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়া বোলার জোফরা আর্চার।