রিয়ালকে পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে বার্সা
লা লিগার চলতি মৌসুমে বেশ ফর্মে আছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। তবে এক জায়গায় এসে রিয়াল মাদ্রিদেকে পেছনে ফেলে বড় ব্যবধানে পার্থক্য গড়ে নিয়েছে স্প্যানিশ জায়ান্টস বার্সেলোনা। মূলত স্পেনে জনপ্রিয়তার দিক থেকে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গেছে কাতালুনিয়ার ক্লাবটি।
স্পেনভিত্তিক অডিও ভিজুয়াল এবং ডিজিটাল পরামর্শ সংস্থা বার্লোভেন্তো কমিউনিকেসিওন কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লা লিগার চলতি মৌসুমে সবচেয়ে জনপ্রিয় দল বার্সেলোনা। যেখানে দেখা গেছে বার্সেলোনার প্রতিটি ম্যাচ গড়ে ১৫ লাখ ৮২ হাজার টিভি দর্শক উপভোগ করছেন। সেখানে টিভিতে রিয়ালের ম্যাচ দেখছেন ১৪ লাখ ৮০ হাজার জন। যেখানে বার্সার ম্যাচের চেয়ে রিয়ালের ১ লাখ ২ হাজার জন কম।
লা লিগার চলতি আসরে ৬০ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে শিরোপা অন্যতম দাবিদার দুই দল। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়ালকে পেছনে ফেলেছে বার্সা। লিগের তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো ম্যাচ টিভিতে দেখেন স্পেনের ১০ লাখ ৬৩ হাজার মানুষ ।
স্পেনে লা লিগা সম্প্রচার করে তিনটি টিভি চ্যানেল,মুভিস্টার+, ডিএজেডএন ও গোল প্লে। মুভিস্টার+ ও ডিএজেডএন সাপ্তাহিক ভিত্তিতে ম্যাচ ভাগ করে নেয় এবং গোল প্লের জন্য একটি ম্যাচ বরাদ্দ থাকে। গোল প্লেতে খেলা দেখতে সাবস্ক্রাইব করতে হয় না। আর মুভিস্টার+ এর সাধারণ প্ল্যাটফর্মে মোট ৩৭ লাখ গ্রাহক আছে। কিন্তু এর কত শতাংশ লা লিগার প্যাকেজ সাবস্ক্রাইব করেছে, এ ধরনের কোনো পরিসংখ্যান চ্যানেল কর্তৃপক্ষের কাছে নেই।
এদিকে লা লিগার সম্প্রচার বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে বিভিন্ন মাধ্যমে বিশ্বের ১৩১ দেশের সর্বমোট ২৭০ কোটি দর্শক ম্যাচগুলো দেখেছে।