অগ্রণীর জয়ে ফেরার দিনে তিন ম্যাচ পর হারল রূপগঞ্জ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

আগের ম্যাচটা হারতে হারতে বৃষ্টি আইনে জিতেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সে ম্যাচেই সুপার লিগ নিশ্চিত হয়ে গিয়েছিল সাইফ হাসানের দলের। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হোঁচট খেয়েছে তারা। অগ্রণী বোলারদের বোলিং তোপে মাত্র ২১৭ রানেই অলআউট হয়ে গেছে রূপগঞ্জ। তার তাতেই ৮৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডে আজ শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রান করে অগ্রণী ব্যাংক। জবাবে ব্যাট করতে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ২১৭ রানেই গুটিয়ে গেছে রূপগঞ্জ। আর তাতেই এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে মার্শাল আইয়ুবের দল।

৩০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। দলীয় ২০ রানেই হারায় প্রথম উইকেট। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও ভালো শুরুর পর টিকতে পারেননি। ১৮ বলে ২৭ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ৩৩ রান। এছাড়া আকবর আলী ৩১ ও আফিফ হোসেন করেছেন ২৯ রান। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। অগ্রণীর হয়ে চার উইকেট নিয়েছেন রবিউল ইসলাম।

এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ১০৫ রান করে অগ্রণী। অর্ধশতক করে ফিরে যান ইমরানুজ্জামান। আরেক ওপেনার সাদমান ইসলাম করেছেন ৮৭ রান। তিনে নামা অমিত হাসানের এদিনও আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। করেছেন ৫৯ রান। অধিনায়ক আইয়ুবের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪৮ রান। শেষে শহিদুল ইসলামের ৫ বলে ১২ রানে ভর করে তিনশ পার করে অগ্রণী।

সংক্ষিপ্ত স্কোরঅগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩০৬/৬ ( সাদমান ৮৭,অমিত ৫৯, রেজাউর রাজা ২/৪৭)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪০.১ ওভারে ২১৭/১০ ( মাহমুদুল হাসান জয় ৩৩, সৌম্য সরকার ৩২, রবিউল হক ৪/৩৯)
ফল: ৮৯ রানে জয়ী অগ্রণী ব্যাংক

দিনের অপর দুই ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৫১ রানে হারিয়েছে গাজী গ্রুপ এবং ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে পারটেক্স।

 

খেলার দুনিয়া | ফলো করুন :