ডিপিএলে সুপার লিগে খেলবে যারা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৩০ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা। ১১ তম রাউন্ডের শেষ দিনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮৯ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের অপর দুই ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৫১ রানে হারিয়েছে গাজী গ্রুপ এবং ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে পারটেক্স। আর এ সঙ্গে নির্ধারিত হয়ে গেছে কোন ছয় দল খেলবে সুপার লেগে।

সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছিল নাজমুল হোসেন শান্তর দল আবাহনী। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা আবাহনী শেষের ম্যাচে হারলেও জিতেছে মাঝের টানা ৯ ম্যাচ। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। টেবিলের দুইয়ে আছে আবাহনী চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান জয়ে সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে আছে তাওহিদ হৃদয়ের দল।

টেবিলের তিনে আছে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলেও ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডানের পরে আছে তারা। সমান ম্যাচে ৭ জয় ও এক ড্রতে( পরিত্যক্ত) ১৫ পয়েন্ট নিয়ে চারে আছে নবাগত শুলশান ক্রিকেট ক্লাব।

শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে ৭ জয়ে ১৪ পয়েন্ট নেয় পাঁচে আছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর শেষ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।

এবারের আসরে গ্রুপ পর্বে সবার নিচে আছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে দলটি জয় পেয়েছে মাত্র ১ টি। শাইনপুকুরের উপরে আছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের পয়েন্ট সংখ্যা ৫। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আছে টেবিলের সাতে। তাদের পয়েন্ট সংখ্যা ১০।

খেলার দুনিয়া | ফলো করুন :