প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনে যাবে ১ লাখ রুপি
পাকিস্তান সুপার লিগের পর্দা উঠেছে গতকাল। যেখানে নিজেদের প্রথম ম্যাচে ২৩৪ রান তুলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় মুলতান সুলতান্সকে। সে ম্যাচের জন্য মোহাম্মদ রিজওয়ানদের কম মজা নেননি ফ্র্যাঞ্চাইজির মালিক আলি তারিন। তবে মজা নিলেও সে ম্যাচের আগে একটি বড় ঘোষণা দিয়েছেন তিনি।
রোজার সাময়িক যুদ্ধবিরতি ভেঙ্গে আবারো ফিলিস্তিনে বর্বর হামলা শুরু করেছে ইসরায়েল। সে অবস্থায় ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছেন পিএসএলে ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের মালিক। দলটির মালিক ফিলিস্তিনের শিশুদের জন্য অভিনব এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন গতকাল।
এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’
দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও জানান,‘ আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের ফিলিস্তিন এ গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’
এরই মাঝে গতকাল ম্যাচের পর দলটির তহবিলে যুক্ত হয়েছে ১৫ লাখ রুপি। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুই শ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি। ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে।