ফের এক ম্যাচে নিষিদ্ধ হলেন হৃদয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৩৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

ফের নিষিদ্ধ হলেন মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। মূলত ঢাকা প্রিমিয়ার লিগে গতকালকের ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে দুটি ডিমেরিট পয়েন্টস জরিমানা পান। এরপর ম্যাচশেষে সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করার বিষয়ে হুমকিস্বরূপ কথা বলার জন্য আবারো এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। পাশাপাশি আর্থিক জরিমানাও গুণতে হবে তাকে।

ডিপিএলে গত শনিবার ফিল্ডিং চলাকালে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়কে তর্কে জড়াতে দেখা যায়। মূলত আবাহনী ইনিংসের অষ্টম ওভারে পেসার এবাদত হোসেনের বল আঘাত করে আবাহনী ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে। সঙ্গে সঙ্গে আবেদন করেন মোহামেডানের ক্রিকেটাররা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ।

পরে এ বিষয় নিয়ে তর্ক হলে ছুটে আসেন আম্পায়ার শরফদ্দৌলা সৈকত। সেখানে তার সঙ্গে বিতর্কে জড়ান হৃদয়। সেদিন ম্যাচ শেষে আম্পায়ারকে হুমকি দিয়ে হৃদয় জানান,‘তারাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তাঁরা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব।’ এই মন্তব্যের পর আরো এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি।

এ বিষয়ে আজ সোমবার তাকে নিয়ে আবারো বৈঠকে বসে ম্যাচ রেফারি। সেখানে তাকে নতুন করে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার জন্য ৮০ হাজার টাকা জরিমানাও দিতে হবে তাকে। এদিকে জানা গেছে অধিনায়কের শাস্তির মেয়াদ কমাতে ডিপিএলের টেকনিক্যাল কমিটি বরাবর আবেদন করেছে মোহামেডান ম্যানেজমেন্ট। যদিও এখন পর্যন্ত সেখান থেকে এখনো কোনো সদুত্তর পায় নি তারা।

 

খেলার দুনিয়া | ফলো করুন :