রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫১ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান! তবে বাংলাদেশের চিন্তা দুর করেন মাঠে থাকা ঋতু মনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ রোববার আয়ার‌ল্যান্ডকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাতে আগামী বছর হতে যাওয়া নারী বিশ্বকাপের মূল পর্বে একপা দিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা।

লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে আজ রোববার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেন আয়ারল্যান্ডের মেয়েরা। জবাবে ২৩৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে ধাক্কা খায় জ্যোতিরা। তবে ঋতু মনির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষপর্যন্ত আইরশদের ২ উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা। রেকর্ড গড়া এ এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মেয়েরা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।

২৩৬ রানের বড় লক্ষ্যে ব্যৗাট করতে নেমে ওপেনার ফারজানা ও ইশমা তানজিমকে হারিয়ে বেকায়দার পড়ে মেয়েরা। তবে তবে এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। ২৪ রান করে শারমিন সাজঘরে ফিরলে ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় দল।এরপর দ্রুত ফেরেন সোবহানা মুস্তারিও। তার পরপরই সাজঘরের পথ ধরেন জ্যোতিও। ৫১ রান করে জ্যোতির সাজঘরে ফিরলে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
এক প্রান্তে রেখে আরেক প্রান্তে ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌসরা উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে একক প্রচেষ্টায়ই দলকে জয়ের পথে রাখেন রিতু। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৬১ বলে অপরাজিত ৬৭ রান। তাকে শেষ দিকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদা আক্তার। ১৭ বলে অপরাজিত ১৮ করেছেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমে টাইগেস বোলারদের বোলিংয়ের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। চতুর্থ ওভারে ওপেনার সারাহ ফোর্বস রান আউটে কাটা পড়লে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস ও এমি হান্টার। লুইসকে বিদায় করে এই জুটি ভাঙেন জান্নাতুল। অধিনায়কের বিদায়ের পর হান্টারের সঙ্গে যোগ দেন ওরলা পেন্ডারগেস্ট। তবে হান্টার ভালো শুরুর পর ফিরেছেন দুর্ভাগ্যজনক রান আউটে। ৭৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। দুজনের জুটিতে ৭২ রান যোগ করে আইরিশরা। ৪১ রান করা পেন্ডারগেস্টকে লেগ বিফোরের ফাঁদে ফেলে গলার কাঁটা হয়ে ওঠা এই চতুর্থ উইকেট জুটি ভাঙেন রাবেয়া। তাতে শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ২৩৫ রান নিয়ে মাঠ ছাড়ে আইরিশরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে রাবেয়া খান।

 

খেলার দুনিয়া | ফলো করুন :