সামিত সোম রাজি, পাসপোর্টের জন্য করবেন আবেদন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৩৫ পিএম | ১৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন আরেক প্রবাসী ফুটবলার আসার সম্ভাবনা জাগালেন কানাডিয়ান-বাংলাদেশি ফুটবলার সামিত সোম। গত শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) তিনি জানিয়েছেন, লাল-সবুজ জার্সিতে খেলতে তিনি রাজি। তবে এরপর আলোচনা বিলম্বিত হলেও আজ (মঙ্গলবার) তা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে অনলাইনে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম সামিতের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আলোচনায় সামিতের বন্ধু অমিত হাসানও উপস্থিত ছিলেন। আলোচনার পর ফাহাদ করিম বলেন, 'সামিত বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এবং ১০ জুন ঢাকায় অনুষ্ঠেয় ম্যাচে অংশ নিতে প্রস্তুত।'

তবে মাঠে নামার আগে রয়েছে বেশ কিছু আনুষ্ঠানিকতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের পাসপোর্ট। বিষয়টি সামিতও গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে জন্মনিবন্ধনের কাজ। এরপর কানাডায় বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে তিনি পাসপোর্টের আবেদন করবেন।

বাফুফে সহ-সভাপতি বলেন, 'আমরা চেষ্টা করছি যাতে তার ক্লাবের অনুশীলনের সময়সূচিতে বিঘ্ন না ঘটে। সে যেন সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারে, সেটা নিশ্চিত করব।'

বড় কোনো আর্থিক চাহিদার কথা এখনো সামিত জানাননি। ফেডারেশন পক্ষ থেকেও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তবে তার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, তিনি কেবল বাংলাদেশের হয়ে খেলতে চান। অর্থ বা সুযোগ-সুবিধা নিয়ে তার আপাতত কোনো দাবি নেই।

সামিত যদি সব আনুষ্ঠানিকতা সময়মতো শেষ করতে পারেন, তাহলে ১০ জুনের ম্যাচেই দেখা যেতে পারে তাকে বাংলাদেশের জার্সিতে। সেইসঙ্গে জুনের শেষ দিকে সম্ভাব্য সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার বিষয়েও তাকে ধারণা দেওয়া হয়েছে। জাতীয় দলে যোগ দিতে এক ধাপ এগিয়ে গেছেন সামিত। এখন নজর তার পাসপোর্ট পাওয়ার দিকেই।

খেলার দুনিয়া | ফলো করুন :