অনিয়ম তদন্তে বিসিবিতে দুদকের হানা
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের তিন সদস্যের বিশেষ দল। সেখানে অভিযান শেষে কথা বলেন দুদক কর্মকর্তারা।
অভিযান শেষে দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, 'দুদকের প্রধান কার্যালয়ের থেকে আমরা অভিযান পরিচালনার জন্য আজকে এখানে এসেছি। অভিযোগটির মূল বিষয় ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ক্রিকেট লীগের বাছাইপ্রক্রিয়াও দুর্নীতি। অবৈধ অর্থসহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকে মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি।'
তিনি আরও জানান,‘ থার্ড ডিভিশন কোয়ালিফায়িং এর বিষয়ে ২০২৩ সালের টিম সিলেকশন নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। বিগত বছরগুলোতে কীভাবে হয়েছে সেটা আমরা এখানে এসে দেখেছি। তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লাখ টাকা। তখন এখানে দুইটা অথবা তিনটা দল আবেদন করত। তা থেকেই তারা বাছাই করত দুইটা দল বা একটা দল। এবার ফি যখন এক লাখ টাকা করে দিল তখন ৬০ টা দল আবেদন করেছে। আমরা ডকুমেন্ট সংগ্রহ করেছি। এই জিনিসগুলো আমরা এখন যাচাই-বাছাই করব।'
এছাড়াও বিপিএলের টিকিট বিক্রির বিষয়ে আরেকটি অভিযোগ ছিল বলে জানান তিনি।। তার মতে,‘ ৩য় থেকে ১০ম আসরের মধ্যে বিপিএল থেকে মোট ১৫ কোটি টাকা আয় দেখানো হয়েছিল। তবে এবারের ১১তম আসরে বিসিবি নিজে টিকিট বিক্রি করার পর ১৩ কোটি টাকা আয় হয়েছে।