ভারতের সঙ্গে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:০০ পিএম | ১৫ এপ্রিল, ২০২৫

দুটি পৃথক ফরম্যাটের সিরিজ খেলতে চলতি বছরের আগষ্টে বাংলাদেশ সফর করবে ভারত। যেখানে তিন ম্যাচের করে একটি ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তাতে করে চলতি বছরে হতে যাওয়া এশিয়ান কাপের আগে ঘরের মাঠে বিরাট কোহলিদের পরীক্ষা নিতে পারবে লাল-সবুজ জার্সিধারীরা। আজ মঙ্গলবার সেই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী হতে যাওয়া এই সিরিজের জন্য ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। দুই দিনের বিরতিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট। এরপর চট্টগ্রামে পাড়ি দিবে দুই দল। সেখানে শেষ ওয়ানডেতে ২৩ অাগস্ট মাঠে মুখোমুখি হবে কোহলি-শান্তরা।

ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যেটি আগে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম নামেও পরিচিত ছিল। সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন। দুই ফরম্যাটের সিরিজ শেষে ১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে সফরকারীরা।

খেলার দুনিয়া | ফলো করুন :