আইসিসির র্যাঙ্কিংয়ে এগোলেন জ্যোতিরা
নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মেলে ধরে পারফরম্যান্স করছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে দেশের নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা। সেই ধারাবাহিকতায় পরের ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় টাইগ্রেসরা। আর দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আইসিসির র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার অধিনায়ক জ্যোতিসহ বেশ কয়েকজন নারী ক্রিকেটারের।
পাকিস্তানের লাহোরের আজ মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে । তবে তার আগেই সুসংবাদ পেলেন দেশের মেয়েরা। আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক খেলোয়াড় র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। আর বোলারদের মধ্যে রাবেয়া খান ও মারুফা আক্তাররাও এগিয়েছেন।
বাছাইপর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন অধিনায়ক জ্যোতি। ৭৮ বলে তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। পরের ম্যাচেও আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো ম্যাচে ৫১ রান করেন জ্যোতি। সেই সুবাদে তিনি ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ এগিয়েছেন (১৭তম)। যা বর্তমানে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ।
আর থাইল্যান্ডের বিপক্ষে ২৪ করা শারমিন ১১ ধাপ এগিয়ে উঠেছেন ২৯ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা রিতু ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৮৮ নম্বরে। রিতু ২০১৩ সালে সর্বোচ্চ ৫৭ নম্বরে উঠেছিলেন।
অন্যদিকে বোলিংয়ে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। এটিই তার সেরা অবস্থান। তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। পেসার মারুফা আক্তার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে।