ডিপিএলের সুপার লিগে জমে উঠেছে শিরোপা লড়াই
দেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছে। প্রথম পর্ব শেষে সুপার লিগে উঠা ৬ দল নিয়ে সুপার লিগ শুরু হতে যাচ্ছে আগামী পরশু থেকে। আজ মঙ্গলবার সুপার লিগের প্রথম রাউন্ডের সময়সূচি প্রকাশ করেছে ডিপিএল কর্তৃপক্ষ। যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দলগুলো। পাশাপাশি পয়েন্ট তালিকার পেছনে থাকা তিন দল নিয়ে হওয়া রেলিগেশন লিগের সূচিও প্রকাশ করেছে আজ।
ডিপিএলে প্রথম রাউন্ডে ১২ দলের খেলা শেষে সবার ওপরে আছে আবাহনী। ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট এখন তাদের। সমান ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। শীর্ষে থাকা আবাহনীর নেট রানরেট +১.৪৬৮। মোহামেডানের নেট রানরেট +০.৭৭১। মিরপুরে ১২ এপ্রিল আবাহনীকে ৩৯ রানে হারায় মোহামেডান। তিন ও চারে থাকা গাজি গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্রিকেট ক্লাবের পয়েন্ট ১৬ ও ১৫। আর পাঁচ ও ছয়ে থাকা অগ্রণী ব্যাংক ও লিজেন্ডস অব রুপগঞ্জের পয়েন্ট যথাক্রমে ১৪ ও ১৩ করে।
আজ ঘোষিত প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ১৭ এপ্রিল মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। একই দিনের আরেক ম্যাচে টেবিল টপার আবাহনীর সঙ্গে মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক লিমিটেড। অপর ম্যাচে গাজি গ্রুপ ক্রিকেটারের বিপক্ষে মাঠে নামবে আসরে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। এরপরে দুই দিন বিরতির পরে আবারো মাঠে ফিরবে ডিপিএল।
২০ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মোহামেডানের বিপক্ষে নামবে অগ্রণী ব্যাংক। আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে গুলশান আর শেষ ম্যাচে গাজি গ্রুপের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ। দুইদিন পরে শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডানের বিপক্ষে গুলশান আর আবাহনীর মুখোমুখি হবে গাজি গ্রুপ। সুপার লিগের শেষ ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে রুপগঞ্জের ম্যাচ দিয়ে শেষ হবে সুপার লিগ।
এদিকে রেলিগেশন লিগে ১৮,২১ এবং ২৪ এপ্রিল তিন ম্যাচে মুখোমুখি হবে রেলিগেশন জোনে থাকা তিন দল পারটেক্স স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।