টানা তিন জয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫৫ পিএম | ১৫ এপ্রিল, ২০২৫

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি উইমেন'স বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করলো নিগার সুলতানারা।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৭৬ রান—যা ওয়ানডে ক্রিকেটে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। আগের ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৭১ রানকে টপকে যায় এই সংগ্রহ।  

নিগার সুলতানা খেলেন ক্যারিয়ারসেরা ৮৩ রানের ইনিংস, যার জন্য তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ফারজানা হক ও শারমিন আক্তার যোগ করেন সমান ৫৭ রান করে। ফাহিমার ২৬ ও শেষ দিকে ইশমা, রিতুর ছোট ছোট অবদান স্কোরকার্ডে শক্ত ভিত দেয়।

জবাবে স্কটল্যান্ড একসময় ৫ উইকেটে ৮৫ রানে পড়ে গেলে বড় ব্যবধানে জয় প্রায় নিশ্চিত ভেবেছিল বাংলাদেশ। কিন্তু প্রিয়ানাজ চ্যাটার্জি (৬১) ও রাচেল স্ল্যাটার (৬৩) জুটি গড়ে পাল্টা আক্রমণে নেমে যায়। এই জুটি বিশ্বকাপে বাছাইপর্বের ইতিহাসে একটি রেকর্ড গড়েছে। তবে শেষ পর্যন্ত নাহিদা আক্তারের ৪ উইকেট এবং মারুফা, সুমনা ও রাবেয়ার কার্যকর বোলিংয়ে ৫০ ওভারে স্কটল্যান্ড থামে ২৪২ রানে।  

এই জয়ে তিন ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন টেবিলের শীর্ষে। রান রেটেও ভালো অবস্থানে থাকায় পরের দুই ম্যাচে একটি জয় কিংবা দুই ম্যাচেই কম ব্যবধানে হারলেও বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হতে পারে।  

বিশ্বকাপের পথে এক পা বাড়িয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন অপেক্ষায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের।

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ: ২৭৬/৬ (নিগার ৮৩, শারমিন ৫৭, ফারজানা ৫৭)  

স্কটল্যান্ড: ২৪২/৯ (চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩; নাহিদা ৪ উইকেট)  

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী  

প্লেয়ার অব দ্য ম্যাচ: নিগার সুলতানা  

খেলার দুনিয়া | ফলো করুন :