আজ যদি নির্বাচন হয়, আমি আবার জিতব: সাকিব
মাত্র ছয় মাস! এর মধ্যেই উথাল-পাথাল সাকিব আল হাসানের জীবনে। ক্রিকেট থেকে রাজনীতিতে পা রাখার পর নানা বিতর্ক, মামলা, অভিযোগ আর ভিন্নমতের মুখে পড়ে যেন আগের চেনা সাকিবটাই হারিয়ে গেছেন। অথচ, তাঁর নিজের চোখে সব কিছুই ছিল একটি ভালো উদ্দেশ্যের অংশ-জনসেবার প্রয়াস।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কানাডায় পারিবারিক সফরে থাকা এবং সে সময়ের ভাইরাল হওয়া ছবি সাকিবকে সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে। এরপর দেশের রাজনৈতিক পালাবদলের পর তাঁর নামে দায়ের হয় হত্যা মামলা, সামনে আসে দুর্নীতির অভিযোগও। এই ঘটনাগুলোই সাকিবের পেশাগত ও ব্যক্তিগত জীবনকে ঘোরতর চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।
সম্প্রতি এক ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার রাজনীতিতে আসা এবং বর্তমান অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন।
'আমি মনে করি, রাজনীতিতে আসা ভুল সিদ্ধান্ত ছিল না,' বলেন সাকিব। 'রাজনীতি যেকোনো নাগরিকের অধিকার। আমি মনে করেছিলাম, মাগুরার মানুষের জন্য কিছু করতে পারি বলেই এই পথে এসেছি। এখনো বিশ্বাস করি, যদি নির্বাচন হতো, মাগুরার মানুষ আমাকেই ভোট দিত।'
তবে এটাও স্বীকার করেছেন যে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। নির্বাচনের পর মাত্র তিন দিনের জন্য মাগুরা গিয়েছিলেন, এরপর বেশিরভাগ সময় দেশের বাইরে ছিলেন ক্রিকেট খেলার কারণে।
'ছয় মাসের মধ্যে চার-পাঁচ মাস দেশের বাইরেই ছিলাম। সময়ই পাইনি রাজনীতিতে ঠিকঠাকভাবে জড়িত হওয়ার' -বলেন সাকিব।
তবে তিনি মনে করেন, যদি কেউ সিস্টেমে পরিবর্তন আনতে চায়, তাহলে সিস্টেমের অংশ হওয়া জরুরি। আর সেখান থেকেই তার রাজনীতিতে আসার যুক্তি।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে সাকিব বলেন, 'প্রধানমন্ত্রী বলেছিলেন, তোমার রাজনীতি করতে হবে না, শুধু ক্রিকেটে মন দাও। আমি সেটাই মেনেছি। আমি সহজেই পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যেতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে ছিল আবার দেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা, তারপর ধীরে ধীরে রাজনীতিতে মনোযোগ দেওয়া।'
রাজনীতিতে অল্প সময় থাকলেও, তা যেন সাকিবের পুরো পরিচিতি বদলে দিয়েছে। যেখানে আগে কেবল একজন ক্রিকেটারের চোখে দেখা হতো তাঁকে, এখন তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে মামলা, বিতর্ক আর মতবিভাজন।
সবকিছুর পরেও সাকিবের কণ্ঠে শোনা যায় আত্মবিশ্বাসের সুর: 'আজ যদি নির্বাচন হয়, আমি আবার জিতব।' তবে তার এই প্রত্যাবর্তনের পথ কতটা সহজ হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।