ব্রাজিলের অভিযোগে নিষিদ্ধ হতে পারে আর্জেন্টিনা
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ফুটবল মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে সে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই কমে এসেছে এখন আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্যে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ছয় ম্যাচে জয় পায়নি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত মার্চেও শেষ বারের দেখায় বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।
চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে এত বড় হার মেনে নিতে পারছেনা ব্রাজিলও। ম্যাচের প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও সে ম্যাচের রেশ রয়ে গেছে এখনও। সে ম্যাচকে ঘিরেই আর্জেন্টিনার বিপক্ষে ফিফার কাছে অভিযোগ জমা দেওয়ার কথা ভাবছে দেশটির ফুটবল সংস্থা। মূলত, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ নিয়ে এই অভিযোগ দায়ের করা হতে পারে। আর্জেন্টাইন ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ব্রাজিলের অভিযোগ প্রসঙ্গে জানা যায়, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে বর্ণবাদী ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। এমনকি এক আর্জেন্টিনার দর্শককে বানরের অনুকরণ করতেও দেখা যায়। আর এসব ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে পর্যাপ্ত ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে সিবিএফ।
অভিযোগের সত্যতা প্রমাণ হলে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর আগেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের কারণে শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা। সে সময় মনুমেন্তাল স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের নির্দেশ দেয় ফিফা।
আগামী ৯ জুন নিজেদের মাঠে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে সেই ম্যাচেই নিষেধাজ্ঞা আসতে পারে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের উপর।