সব খেলাতে প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:৩৪ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫

 

বাংলাদেশ ‍ফুটবলে হামজা চৌধুরির অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে নতুন প্রাণ দিয়েছে। দেশের হয়ে অভিষেক হওয়ার আগেই পরিণত হয়েছিলেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপনে। নিজের অভিষেক ম্যাচেও প্রতিভার ঝলক দেখিয়েছেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। তার আগমনে দেশের ফুটবলের যে উন্নতি হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এবার হামজার মতো সব খেলাতেই প্রবাসী খেলোয়াড় নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।

আজ ১৬ এপ্রিল (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সব খেলাতেই প্রবাসী খেলোয়াড় নেওয়ার জন্য ফেডারেশনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। এমনকি এ বিষয়ে ক্রীড়া পরিষদের সর্বোচ্চ সাহায্য থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।

মূলত, হামজার আগমনের পর থেকেই প্রবাসী ফুটবলার পাওয়ার বিষয়ে নড়েচড়ে বসেছে ফেডারেশন। হামজার পর কথা চলছে কানাডার প্রবাসী ফুটবলার সামিত সোমকে নিয়েও। দেশের গণ্ডি পেরিয়ে খেলাধুলার জগতে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতেই প্রবাসী খেলোয়াড় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনএসসি ।

হামজার আগমনে দেশের ফুটবলে শোরগোল পড়ে গেলেও বাংলাদেশ দলে খেলা প্রথম প্রবাসী ফুটবলার তিনি নন। ২০১৩ সালে বাংলাদেশি বংশোদ্ভুত ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া বাংলাদেশ দলে প্রথম খেলেন। ডিফেন্ডার তারিক কাজী সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশের জার্সিতে খেলতে এসেছিলেন।

 

খেলার দুনিয়া | ফলো করুন :