মোহামেডানের নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৪৯ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাত্র এক মৌসুমেই তিনজন ভিন্ন ভিন্ন অধিনায়কের অধীনে খেলতে হচ্ছে দলটির ক্রিকেটারদের।

মৌসুম শুরুতে দলের নেতৃত্বে ছিলেন দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে ২৪ মার্চ ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে আর ডিপিএলে মাঠে নামা হয়নি তার।

তামিমের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পান উদীয়মান ব্যাটার তাওহীদ হৃদয়। তার অধীনে ঘুরে দাঁড়ায় মোহামেডান, আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ বছর ১১ ম্যাচ পর জয় তুলে নেয় দলটি। কিন্তু ওই ম্যাচেই আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়, সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানা গুণতে হয় তাঁকে।

ফলে সুপার লিগ পর্বে দলের হাল ধরতে হয় আরও এক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। যদিও দলটিতে ছিলেন মুশফিকুর রহিমও, কিন্তু তিনি জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ ক্যাম্পে যোগ দেওয়ায় দায়িত্ব দেওয়া হয় রিয়াদকে।

ডিপিএলের সুপার লিগ পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম ম্যাচেই মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব দেবেন মোহামেডানকে, প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ।

খেলার দুনিয়া | ফলো করুন :