১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:২৬ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫

বয়স মাত্র ২৮ বছর। এ বয়স তো বটেই এর থেকে অনেক বেশি বয়সেও ফুটবল মাঠে দাঁপিয়ে বেড়ান ফুটবলাররা। এই অল্প বয়সেই পৃথিবীকে বিদায় বললেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার অ্যারন বুপেন্দজা। আজ চীনে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে গ্যাবন ন্যাশনাল ফুটবল ফেডারেশন।

২০১৫ সালে গ্যাবানিজ ক্লাব মোনানার হয়ে নিজের পেশাদার ক্যারিয়ারের শুরু করেছিলেন বুপেন্দজা। এরপর ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলার পর সর্বশে ২০২৫ সালে যোগ দেন চীনের জেনজিয়াং এফসিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাবনের ফুটবল ফেডারেশন বুপেন্দজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছে, ‘বুপেন্দজা আমাদের মধ্যে একজন গ্রেট স্ট্রাইকারের স্মৃতি রেখে গেছেন, যিনি ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশন্সে নিজের পদচিহ্ন এঁকেছিলেন।’

যদিও তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। গ্যাবনের সংবাদমাধ্যম গ্যাবন টোয়েন্টিফোর জানিয়েছে, ‘কোন পরিস্থিতিতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান।’

বুপেন্দজা ক্লাব ক্যারিয়ারে ২১৮ ম্যাচে করেছেন ৯৬ গোল, যার মধ্যে জেনজিয়াং এফসিতে ৬ ম্যাচেই ৪টি। আর জাতীয় দলের হয়ে খেলা ৩৫ ম্যাচে করেছেন ৮ গোল।

খেলার দুনিয়া | ফলো করুন :