রিয়ালকে মাড়িয়ে সেমিতে আর্সেনাল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:০৯ এএম | ১৭ এপ্রিল, ২০২৫

ক্লাব ফুটবলে একটা কথা প্রচলিত আছে, বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়। সেটার অবশ্য কারণ ও আছে। ঘরের মাঠে নিজেদের অসাধারণ ফুটবলশৈলী প্রর্দশন করে শেষ মুহূর্তে বারবার কামব্যাক করার রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। তবে বারবার সেটা যে তারা করতে পারেনা তার প্রমাণ পেল গতকাল। ঘরের মাঠেই আর্সেনালের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। তাতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রাখল গানার্সরা।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বার শিরোপা জেতা রিয়াল এবার অনেক আগেই ছিটকে পড়েছে শিরোপার দৌড় থেকে। চোটের জর্জরিত স্কোয়াড নিয়ে অবশ্য শেষ পর্যন্ত লড়াই চালালেও কপাল তাদের সহায় হয় নি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারের পর গতকাল বুধবার রাতেও ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমবাপে-ভিনিসিয়ুসদের।

অবশ্য শুরুটা অন্যরকম করতে পারত রিয়াল। শুরুতেই ভিনির ক্রস থেকে আর্সেনালের জালে বল পাঠান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৬ মিনিটে পাল্টা আক্রমণে আর্সেনালের বুকায়ো সাকার বিদ্যুৎ গতির শট রিয়ালের বারের খুব কাছ দিয়ে চলে যায়। এরপর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের দুইবার পেনাল্টির বাঁশি, একবার পেনাল্টি মিস, একবার পেনাল্টি বাতিল, হলুদ কার্ড প্রদর্শন, অফসাইডের ফাঁদে আটকা, ভিএআর যাচাই -প্রথমার্ধে এসব হলেও গোলের দেখা পায় নি কোনো দল।

তবে দ্বিতীয়ার্ধে কোনো সুযোগ হাতছাড়া করতে চায় নি মিকেল আর্তেতার দল। ম্যাচের ৬৫ মিনিটে বুকোয়ো সাকার গোলে লিড পায় ম্যাচে। তবে এর দুই মিনিট পরে হতাশার সাগরে ডুবতে থাকা রিয়ালকে আশার আলো দেখার তরুণ তুর্কি ভিনিসিয়ুস জুনিয়র। গানার্স তারকা দাভিদ রায়ার পাস কেড়ে নিয়ে বল জালে পাঠালে কিছুটা আশা দেখে রিয়াল। যদিও দুই লেগ মিলিয়ে তখনও ৪-১ গোলে পিছিয়ে ছিল দলটি। এরপর রিয়ালের কফিনে শেষ পেরেক টুকে দেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। তাতে ৫-১ ব্যবধানে জয় পায় তারা।

দারুণ এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৬ বছর পর সেমিতে পা রাখার সাহস পেল মিকেল আর্তেতার আর্সেনাল। যেখানে শেষ চারে প্রতিপক্ষ হিসেবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে পেয়েছে দলটি।

 

খেলার দুনিয়া | ফলো করুন :