শততম ম্যাচে চোটের কারণে ছিটকে গেলেন নেইমার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৪২ এএম | ১৭ এপ্রিল, ২০২৫

সৌদি-প্রো লিগের ক্লাব আল হিলাল ছেড়ে ব্রাজিলে ফিরে এসেছিলেন ঘরের ছেলে নেইমার জুনিয়র। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসে নাম লেখান তিনি। তবে নেইমারের যেই পরিকল্পনা সেখানে সবসময় বাধা দেয় অপয়া চোট। এবারও সেই চোটের কারণে রাঙ্গাতে পারেননি সান্তোসের হয়ে খেলা শততম ম্যাচটি। কার্টে করে মাঠ ছাড়তে হয় তাকে।

চলতি বছরের শুরুর দিকে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে গত ফেব্রুয়ারিতে নেইমার ফিরে যান শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৬ বিশ্বকাপের জন্য ফিট হয়ে ওঠা এবং ছন্দে ফিরতে এ সময়টুকু তিনি সান্তোসে নিয়মিত খেলতে চেয়েছিলেন। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত যে ৯ ম্যাচ খেলেছেন নেইমার, সেখানে মাত্র একটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছেন নেইমার । বাকি ৮ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে মাঠ ছেড়েছেন ৮০ মিনিটের আগে, একটি ম্যাচে ৮৫ মিনিটের আগে।

আর আজ বৃহস্পতিবারের ম্যাচটি ছিল আরো বিশেষ। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় এটা ছিল তার শততম ম্যাচ। সে জন্য ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিলেন। দুই পায়েই ইনজুরি টেপ লাগানো। টিকতে পেরেছেন ৩৪ মিনিট পর্যন্ত। ২৭ মিনিটের মধ্যে সান্তোস ২-০ গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বেঞ্চের দিকে বদলির ইশারা করেন নেইমার। বাঁ ঊরু ধরে মাঠেই বসে পড়েন তিনি, তখন চোখে-মুখে ব্যথাটা স্পষ্ট ছিল তার। ক্লাবের স্টাফদের সহায়তায় কার্টে উঠে মাঠ ছাড়েন নেইমার। এ সময় সান্তোস থেকে আতলেতিকোর খেলোয়াড়েরাও নেইমারকে সান্ত্বনা দেন। বাকি সময় বেঞ্চে বসে পায়ে আইসপ্যাক দিয়েই খেলা দেখে যান ব্রাজিল এই তারকা ফরোয়ার্ড।

 

খেলার দুনিয়া | ফলো করুন :