রাবেয়ার ঝড়ো ব্যাটিংয়ে ২২৭ রানের পুঁজি বাংলাদেশের
৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট। লাহোরের বাংলাদেশের মেয়েদের স্কোরকার্ড ছিল অনেকটা এমন। মিডল অর্ডারে খেই হারিয়ে ফেলা নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য শুরুটা ভালো করেছিল। মাত্র ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিল তারা। তবে রানে খাতা ১৩০ পেরোতেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাকে টাই্গ্রেস শিবির। তবে শেষে নামা রাবেয়া খাতুনের জড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করেছে জ্যোতিরা।
লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশের মেয়েরা। ১৬ রানে সোবহানা মোস্তারী আউট হলে রানের হাল ধরেন অপর প্রান্তে থাকা ফারজানা হক। তিনে নামা শারমিন আক্তারকে নিয়ে রানে গতি দিতে থাকেন ফারজানা। ২৭ ওভারে আউট হওয়ার আগে ৭৮ বলে ৪২ রানের মন্থর গতির ইনিংস খেলেন তিনি।
ফারজানা মাঠ ছাড়লে ওয়েস্ট ইন্ডজের বোলারদের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাকে টাইগ্রেস শিবির। ফারজানা আউট হওয়ার দুই বল পরেই শারমিন আক্তারও মাঠ ছাড়েন। এরপর এক এক আউট হন নিগার সুলতান জ্যোতি,স্বর্ণা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুনরা। দলের এমন ভঙ্গুর অবস্থায় ব্যাট হাতে এগিয়ে আসেন নাহিদা আক্তার। আলিয়াহ আলাইনের বলে মাঠ ছাড়ার আগে ৩৯ বলে ২৫ রান করেন তিনি।
৪৯ ওভারে দুই চারে দলের স্কোর ২০০ পার করান রাবেয়া। এরপরে শেষ ওভারে নাহিদা এক চার মেরে আউট হলেও রাবেয়া টানা ৩ চারে স্কোরবোর্ড করেছেন কিছুটা ভারসাম্যপূর্ণ, ২ে০ বলে ২৩ রান করে থেকেছেন অপরাজিতও। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ২২৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করে জ্যোতিরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন আলিয়াহ।