চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পরে চাকরি হারালেন ভারতীয় কোচ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের অবস্থান খুব একটা ভালো ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে বড় হারের পর বেশ সমালোচনা উঠেছিল দলকে নিয়ে। গুঞ্জন উঠেছিল কোচিং প্যানেলের বিরুদ্ধে ড্রেসিং রুমের কথা ফাঁস করারও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য সব সমালোচনার পথ বন্ধ করে দিয়েছিল।
তবে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পুরোনো সেই সমালোচনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালীন উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ খানের বিরুদ্ধে অভিযোগের ওঠার পর এবার ড্রেসিংরুমের কথা বাইরে প্রকাশের সেই অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে দলের তিন কোচকে। সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাই আছেন বাদ পড়ার তালিকায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের পর তাদের ছাঁটাই করা হবেনা বলে ধারণা করা হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের খবর বাইরে যাওয়ার অপরাধকে সাফল্য থেকে বড় করে দেখেছে। তাই প্রধান কোচ গৌতম গম্ভীরকে ছাড়া বাকিদের বাদ দেওয়া হচ্ছে কোচিং থেকে। ভারতীয় গণমাধ্যম ধারণা করছে তাদের ছাঁটাই করার পিছনে মূলত শৃঙ্খলাজনিত কারণকেই বড় করে দেখা হচ্ছে।
যদিও তাদের জায়গায় কে আসছেন তা এখন পর্যন্ত জানানো হয়নি বিসিসিআই থেকে। আইপিএলের ব্যস্ততা শেষে জাতীয় দলের ক্যাম্পে ফিল্ডিং কোচ এবং সহকারী কোচের দায়িত্বটা সামাল দেবেন রায়ান টেন ডেসকাট। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহমের বদলে আসতে পারেন আদ্রিয়ান লে রুস।